জুড়ীতে পুলিশের অভিযানে ১১ জুয়াড়ী গ্রেফতার

মৌলভীবাজারের জুড়ীতে থানা পুলিশের অভিযানে ১১ জন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ জুন) বিজ্ঞ আদালতের মাধ্যমে আটক জুয়াড়ীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন এবং তদন্ত ওসি হুমায়ুন কবীরের নেতৃত্বে থানার একদল পুলিশ বৃহস্পতিবার (১ জুন ) বিকেলে উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের বাছিরপুর এলাকার বিল্লাল মিয়ার ডেকোরেটার্স দোকানে অভিযান চালিয়ে ১১ জুয়াড়ীকে গ্রেফতার করে। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৪ হাজার ১ শ ৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পশ্চিম বাছিরপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র বিল্লাল মিয়া (৪০), একই গ্রামের মৃত চরিত্র বিশ্বাসের ছেলে শিশুরাম বিশ্বাস (৩২), মৃত বসন্ত দাসের পুত্র শ্যামল দাস (২৮), আবু তাহেরের ছেলে মোঃ শামীম মিয়া (৩৮), আব্দুল জলিলের ছেলে শাকিল আহমদ (২২), ধনু মিয়ার পুত্র আব্দুল কাদির জিলানী (২০), পূর্ব বাছিরপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মোঃ জালাল উদ্দিন (৩০), শিমুলতলা গ্রামের আনফর আলীর ছেলে সুমন মিয়া (৩৪), কালনীগড় গ্রামের শফিক উদ্দীনের ছেলে মোঃ ফারুক উদ্দিন (৩৬), মৃত অভিনাশ দাসের ছেলে বিকাশ দাস (৩০), মৃত বাবুল দাসের ছেলে রুবেল দাস (২৬)।
আলাপকালে মামলার এসআই মোঃ ফরহাদ মিয়া জানান, এ ব্যাপারে থানায় ১৮৬৭ সনের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার (২ জুন) বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন ১১ জুয়াড়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়াড়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: