প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার মহোদয়ের নির্দেশনায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ জুন) গোপালপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে গোপালপুর স্বাধীনতা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। উক্ত সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উক্ত বিক্ষোভ মিছিলটি গোপালপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, স্বাধীনতা কমপ্লেক্সে দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ শাস্তি দাবী করে বিভিন্ন স্লোগান দেয়।
উপজেলা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সিটি এর সভাপতিত্বে সভা ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসনাহেনা, লোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, ঝাওয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, হাদীরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাম্মদ বিলকিস জাহান, ঝাওয়াল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার রফিক প্রমুখ।
উক্ত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: