ইংল্যান্ডে ঝোড়ো ডবল সেঞ্চুরি হাঁকালেন সাব্বির

অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন সাব্বির রহমান। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত থাকলেও আপাতত সূচিতে তেমন কোনো চাপ না থাকায় খেলতে গেছেন ইংল্যান্ডে। দেশটির প্রথম বিভাগ ক্রিকেটে মাঠে নেমেই ঝোড়ো ব্যাটিংয়ে অপরাজিত ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন হার্ডহিটার এই ব্যাটার।
ইংল্যান্ডে চলছে কাউন্টি ক্রিকেটের মাইনর লিগ। টুর্নামেন্টটিতে অ্যাভেলি ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন সাব্বির। সুপার নোভার বিপক্ষে ম্যাচে ১০১ বলে ১৭ বাউন্ডারি ও ১২ ছক্কায় ২০০* রানের ইনিংস খেলেন মিডল অর্ডার এই ব্যাটার। সাব্বিরের ব্যাটে চড়ে ১৪৩ রানের বড় জয় পায় তার দল অ্যাভেলি।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে সাব্বিরের ডাবল সেঞ্চুরিতে ৩৪৮ রান করে অ্যাভেলি। ম্যাচের শুরুতেই ওপেনার মোহাম্মাদ টিপু ০ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর তিনে নেমে ১৫ বলে ১৯ রান করেন আশিকুর জিয়াদ।
তখনই মাঠে আসেন সাব্বির। মাঠে নেমেই ঝড় তুলেন ব্যাট হাতে। দ্রুত শতক তুলে নেওয়ার পর; মাত্র ১০১ বলে ডাবল সেঞ্চুরি করে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটার। যুক্তরাজ্যের ক্লাবটির ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করা ব্যাটার এই টাইগার ব্যাটসম্যান।
জবাবে ব্যাট করতে নেমে ২০৫ রানে অলআউট হয়ে গেছে সুপার নোভা। দলটির হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার ব্যাটার মোজাম্মল সালমান। অ্যাভেলির হয়ে ৪টি উইকেট নেন টিপু, ২টি করে উইকেট নেন সাব্বির ও বিশ্বজিত সরকার। একটি উইকেট শিকার করেন কামরুল হাসান।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: