ফেব্রুয়ারিতে বিয়ে, অক্টোবরেই মা হচ্ছেন অভিনেত্রী

প্রকাশিত: ০৬ জুন ২০২৩, ১১:৩৩ পিএম

অনেকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল মা হতে যাচ্ছেন টেলি অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে এবার নিজেই সে গুঞ্জনে বাস্তবে রূপ দিলেন অভিনেত্রী। জানালেন, অক্টোবর মাসেই আসতে চলেছে তাদের সন্তান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী কিছু ছবি পোস্ট করে এ খবর নিজেই জানান দেন। ছবিতে দেখা যাচ্ছে গোলাপী গাউনে স্বরা, খয়েরি শার্টে ফাহাদ, নদীর ধারে বসে রয়েছেন দু’জনে। সেখানে স্বরা আলিঙ্গনবদ্ধ, হাওয়ায় উড়ছে ফাহাদের চুল।

ক্যাপশনে লেখেন, ‘কিছু সময় আমাদের সব প্রার্থনার উত্তর যেন একটাই হয়। ভাগ্যবান, উত্তেজিত, এক নতুন পৃথিবীতে পা দিতে চলেছি আমরা।’ সঙ্গে অভিনেত্রী হ্যাশট্যাগে জুড়ে দেন- ফ্যামিলি, নতুন সদস্য, অক্টোবর বেবি।

অভিনেত্রী সন্তানসম্ভবা এই খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন তার ভক্ত- অনুরাগী ও সতীর্থরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: