
রাজধানীর মিরপুর দারুস সালাম থানাধীন শহীদ বুদ্বিজীবী কবরস্থানের ভেতর পুলিশকে মাসোহারা দিয়ে নিয়মিত বসছে জুয়ার আসর। এলাকাবাসীর ধাওয়ায় চাঁদা আদায়কারী পুলিশের লিমা গাড়ির ড্রাইভার আল আমিন (৩০) হাতে নাতে ধরা পরে। এলাকাবাসীর গণপিটুনিতে আল-আমিন স্বীকার করে, দ্বিতীয় কলোনী ফাঁড়ির এ এস আই রাজিবুল ও কনস্টেবল মিজান তাকে চাঁদার টাকা আনতে পাঠায়।
আল-আমিন আরও বলেন, ফাঁড়ির এ এস আই কাউসার, রাজিবুল, ও তরিকুলের কাছে চলে যায় এ চাঁদা টাকার ভাগ।
এদিকে কবরস্থানে চার স্থানে এমন জুয়ার আসর বসানোই ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। এসব জুয়ার আসরে একদিকে সব হারিয়ে পথে বসছে অনেকে আবার প্রায়ই ঘটছে মারামারির ঘটনা। এ বিষয়ে ফাঁড়ি ইনচার্জ এস আই শারিফুজ্জামানের সাথে কথা বলার একাধিকবার চেষ্টা করলেও তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে দারুসসালাম থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল বাশার বলেন, আমি আমার সিনিয়রদেরকে জানাচ্ছি, কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমরা ব্যবস্থা নিব।
সর্বশেষ খবর