
পাবনার চাটমোহরে আম পাড়তে গাছে উঠে ডাল ভেঙে পড়ে ইসরাইল হোসেন (৩৮) নামের এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাইল হোসেন ছাইকোলা ইউনিয়নের কুকড়াগাড়ি গ্রামের মৃত মকবুল প্রামাণিকের ছেলে। প্রায় ২০ বছর আগে তিনি বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদেরের মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে রেখে গেছেন।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রবিবার সকালে বাড়ির পাশে একটি আমগাছে উঠে আম পাড়ছিলেন ইসরাইল। গাছের মগডালে উঠলে দুর্বল ডাল ভেঙে নিচে পড়ে যান তিনি। এতে তার হাত-পা ভেঙে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা প্রথমে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সকাল ১০টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় পল্লী চিকিৎসক মজনুর রহমান বলেন, “ইসরাইল অত্যন্ত ভদ্র, পরিশ্রমী এবং সহজ-সরল মানুষ ছিলেন। দিনমজুরি করেই সংসার চালাতেন। এখন তার স্ত্রী-সন্তানদের কী হবে, সেটাই বড় প্রশ্ন। সমাজের সামর্থ্যবান মানুষদের এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানো উচিত।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর