কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফান উল্লাহ তিশা বাসের ধাক্কায় মারাত্মকভাবে জখম হয়েছেন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) আনুমানিক সকাল ৯ টার সময় জাগরঝুলি বিশ্বরোড এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ইরফান টিউশনি করার জন্য জাগরঝুলী বিশ্বরোডে দিকে যাওয়ার সময় কোটবাড়ি বিশ্বরোডে ঢাকাগামী তিশা বাস পিছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ইরফানের মাথাসহ বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়েছে। কুমিল্লা মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে ঢাকা আইসিইউতে নেয়ে যেতে বলেন।
ইরফানের বন্ধু জিল্লুর বলেন, ইরফান মারাত্মকভাবে জখম হয়েছে। তার বাম হাত ভেঙ্গে গেছে এবং মাথায় আঘাত হয়েছে। তার নাক, কান, মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। বর্তমানে ইরফানকে ঢাকা মাতুয়াইল এসএমসি হসপিটালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।
ঢাকা মাতুয়াইল এস এমসি হসপিটালের দায়িত্বরত এক চিকিৎসক বলেন, তার শরীরের অবস্থা ভালো নেই। অধিক রক্তক্ষরণের কারণে ফুসফুসে আঘাত হয়েছে। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি।
ময়নামতি হাইওয়ের পুলিশ অফিসার নজরুল বলেন, আমরা ঘটনাটি শুনার পর দ্রুত ব্যবস্থা নিয়েছি। বর্তমানে বাসটি আমাদের থানায় রয়েছে। তার অভিভাবকেরা আসলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা এই মুহূর্তে ঘটনাটি সর্ম্পকে অবগত হয়েছি। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর