
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে আবারও নৌকার মাঝি হলেন মো. আছলাম হোসেন সওদাগর এমপি। তিনি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে বিপুল ভোটে দীর্ঘদিনের আসন দখল করেন।
এ আসনে আসন্ন নির্বাচনের জন্য আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-সম্পাদক ডা. মাহফুজার রহমান উজ্জ্বল, সন্তোষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী লাকু, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ইসহাক আলী জিকোসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন।
মনোনয়ন সংগ্রহের পর থেকেই কুড়িগ্রাম-১ আসনে কে পাবেন নৌকার মনোনয়ন এ নিয়ে সাধারণ মানুষের মাঝে টান টান উত্তেজনা সৃষ্টি হয়। ছিলো ব্যাপক কৌতুহল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২৬ নভেম্বর বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুড়িগ্রাম-১ আসনের নৌকা প্রার্থী হিসেবে মো. আছলাম হোসেন সওদাগর এমপি’র নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষনার পরেই নাগেশ^রীতে আনন্দে উদ্বেলিত হয় জনসাধারণ। পরে একটি আনন্দ মিছিল বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নৌকাপাগল ভোটরসহ বিভিন্ন স্তরের মানুষ। মিছিল শেষে একটি পথসভা ও পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য মো. আছলাম হোসেন সওদাগর এর আগে উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক ছিলেন এবং উপজেলা চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি নাগেশ^রী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সংসদ সদস্য হিসেবে রয়েছেন।
সর্বশেষ খবর