
চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। শুক্রবার (৯ মে) দুপুর ৩টায় জেলার আবহাওয়া অফিস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিনেই ২ ডিগ্রি তাপমাত্রা বাড়াতে তপ্ত রোদে নাজেহাল বিভিন্ন পেশাজীবীরা। রোদ ও গরম থেকে বাচঁতে বিভিন্ন ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নিতে দেখা গেছে সাধারণ মানুষের। প্রয়োজন ছাড়া প্রচণ্ড তাপদাহের মধ্যে বাইরে বেড়াচ্ছে না কেউ।
প্রয়োজনের তাগিদে ছাতা মাথায় দিয়ে বাইরে আসছে সাধারণ মানুষ। তীব্র রোদের কারণে ভ্যান চালক ও রিকশা চালকরা যাত্রী না পেয়ে অলস সময় কাটাছে। এছাড়া অসহনীয় গরমে কষ্ট পাচ্ছে লেবার শ্রমিকরা। তবে এই গরম থেকে বাচঁতে সবাইকে বেশি করে ঠান্ডা কোমল পানি ও স্যালাইন পানি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের।
চুয়াডাঙ্গা বড় বাজার চত্বরে আসা পথচারী হাকিমুল ইসলাম বলেন, কয়দিন ধরে প্রচণ্ড গরম। আর এই অসহ্য গরমে কোথাও শান্তি পাচ্ছি না। রোদের খুব তাপ, এখন এই মুহূর্তে দরকার বৃষ্টি। খুব কষ্ট পেতে হচ্ছে গরমের মধ্যে। এছাড়া নানান পেশাজীবী শ্রমিকরাও কষ্টে দিন পার করছে এই প্রখর রোদের মধ্যে।
শহরের ভ্যান চালক হাফিজুল ইসলাম বলেন, প্রখর রোদের কারণে কোনো যাত্রী পাচ্ছি না। বেকার মতো ভ্যান শূন্য যাত্রী নিয়ে বসে আছি। এই রোদের কারণে কেউ বেড়াচ্ছে বাইরে, আর খুবই গরম।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, এখন চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। তীব্র তাপমাত্রা আগামীকাল থেকে বাড়তে পারে।
তবে সকাল থেকে দুপুর পর্যন্ত গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। জেলার মানুষ এখন স্বস্তির বৃষ্টির অপেক্ষায়। আগামী ১৩ মে বৃষ্টির সম্ভাবনা আছে। তারপর তাপমাত্রা কমবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর