
অবশেষে নানা নাটকীয়তার পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিলকে গ্রেপ্তার দেখিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতকে মেহেন্দীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর পূর্বে বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে শাকিলকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তার (শাকিল) বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। সূত্রমতে, বরিশাল নগরীর চর বাজার এলাকা থেকে বৃহস্পতিবার (৮ মে) সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিলকে ৮/১০ জন ছাত্রদল কর্মী অপহরণ করে। পরবর্তীতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ওইসব ছাত্রদল কর্মীরা।
বিষয়টি শাকিল তার ভাইকে মোবাইল ফোনে জানালে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান। এরপর নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. ছগির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে অপহৃত শাকিলকে উদ্ধারসহ অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে তিন ছাত্রদল কর্মীকে আটক করা হয়।
আটক ছাত্রদল কর্মীদের ওইদিন দুপুরে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করা হলেও রহস্যজনক কারণে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিলকে ছেড়ে দেওয়া হয়েছিলো।
সূত্রে আরও জানা গেছে, গত ৫ আগস্টের পর মেহেন্দীগঞ্জ থানার একাধিক মামলার পলাতক আসামি মোস্তাফজিুর রহমান শাকিলকে ছেড়ে দেওয়ার ব্যাপারে গোটা নগরীজুড়ে সমালোচনা শুরু হয়। একপর্যায়ে ওইদিন রাত সাড়ে নয়টার দিকে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর