
গাজীপুর সদর উপজেলা বানিয়ারচালা এলাকায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় গলায় রশি বেধে আত্মহত্যা করেছে ফারজানা নামের এক শিক্ষার্থী। এই শিক্ষার্থী শ্রীপুর উপজেলার পিয়ার আলী ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার পরিবার জানায়, রোববার (২৬) নভেম্বর সকালে ফলাফল প্রকাশ হওয়ার পর মোবাইলে নিজের পরীক্ষার ফলাফল দেখে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
ফারজানার বাবা সুরুজ মিয়া জানান, আমি অটোরিকশা চালাই, তিন মেয়ের মধ্যে ফারজানা সবার ছোট, তাকে পড়াশুনার জন্য কখনোই চাপ দেইনি, সে সবসময়ই ভালো শিক্ষার্থী ছিলো। আজকে সে আত্মহত্যা করবে সেটা চিন্তাও করিনি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার নাজমুল হুদা বলেন, দুপুর পৌনে ১টার দিকে ব্রড ডেট অবস্থায় ফারজানাকে নিয়ে আসে তার স্বজনরা।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, আমি মাত্র জানতে পারলাম। খোঁজ নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নিতেছি।
সর্বশেষ খবর