গাজীপুরের পাচ টি আসনের চারটিতে পুরোনো সংসদ সদস্যদের মনোনীত করা হলেও নতুনত্ব এসেছে ৩ আসনে। তিনি সাবেক সংসদ সদস্য মরহুম রহমত আলীর কন্যা রুমানা আলী টুসি।
গাজীপুর- ১ আসনে পুনরায় মনোনয়ন পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক (এমপি), গাজীপুর-২ আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (এমপি), গাজীপুর-৩ আসনে নতুন মুখ রহমত আলী কন্যা রুমানা আলী টুসি, গাজীপুর-৪ আসনে তাজউদ্দিন কন্যা সিমিন হোসেন রিমি (এমপি) ও গাজীপুর-৫ আসনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকিকে (এমপি) দলীয় প্রতীক নৌকা দেওয়া হয়েছে।
মনোনয়ন ঘোষণার পরপরই গাজীপুরের এই আসনগুলোতে নৌকা প্রার্থীদের নেতাকর্মী ও সমর্থকদের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।
সর্বশেষ খবর
Special Category এর সর্বশেষ খবর