যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পরিকল্পিতভাবে এ দেশের শিক্ষক, সাংবাদিক, চিকিৎসকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে, যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি। শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা লালন ও তা প্রকাশ করা বাংলাদেশের প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান উপাচার্য।
এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়া সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অ্যাকাডেমিক ভবন-৩ এ শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর