
শেরপুরের নালিতাবাড়ীতে প্রনোদনা কর্মসুচীর আওতায় রবি মৌসুমে বোরো (উফসী) ধানের আবাদ বৃদ্ধি করার লক্ষে ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজধান বিতরণ কর্মসুচী উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্তরে এসব সার ও বীজধান বিতরণ উদ্বোধন করা হয়।
এই বিতরণ কর্মসুচী উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আনোয়ার হোসেন ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফারুক আহসান প্রমুখ।
এতে উপজেলার ৪ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকের মাঝে পর্যায়ক্রমে প্রতিজন কৃষককে ৫ কেজি করে উফসী বীজধান, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে।
সর্বশেষ খবর