
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সরিষাবাড়ী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মাহমুদুল হাসান দুখু (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৯ মে (শুক্রবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া উত্তর পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন ১০ মে (শনিবার) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাহমুদুল হাসান দুখু সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলাটি (নম্বর- ০৩, তারিখ: ০৪-০১-২০২৫) সন্ত্রাসবিরোধী আইনের ৬, ৮, ৯, ১০, ১১ ও ১২ ধারায় রুজু হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, “সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান দুখুকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে যথাযথ আইনি প্রক্রিয়ায় জেলহাজতে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর