
ময়মনসিংহের গৌরীপুরে বিআরটিসির একটি চলন্ত বাস থামিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম নামক স্থানে নান্দাইল থেকে ছেড়ে আসা যাত্রীসহ বিআরটিসি বাস থামিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা।
এ সময় বাসের সুপারভাইজার ও দুই যাত্রী আহত হন। অন্য যাত্রীরা ভয়ে পালিয়ে যায়।
বাসের ড্রাইভার জানান, নান্দাইল থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিলাম। পথিমধ্যে ১৫ থেকে ২০জন যুবক বাসের সামনে সিগনাল দিলে আমি বাস থামাই। তখন সঙ্গে সঙ্গে লাটিসোটা দিয়ে তারা বাস ভাঙচুর করে পালিয়ে যায়।
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সর্বশেষ খবর