ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আটক পারভেজ হোসেন বাবু (৪০) নামের এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মৃত পারভেজ নারায়ণগঞ্জের সোনারগাঁ প্যাচাইন এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে। সে হত্যা মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি ছিল।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) বিকেল পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ২২০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মৃত পারভেজ হত্যা মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত হয়ে বন্দী ছিল। গত ৭নভেম্বর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতালে ভর্তি রাখে। আজ তার মৃত্যু হয়েছে,মৃতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।