
বগুড়ার শেরপুরে ১৫০ বোতল দেশীয় বাংলা মদসহ হরিজন সম্প্রদায়ের দুইজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর পাড়া এলাকার লালজি বাশফোড় এর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, ওই এলাকার লালজি বাশফোড়ের ছেলে হৃদয় বাশফোড় এবং গোসাইপাড়া এলাকার সুদর্শন সরকারের ছেলে সুজয় সরকার।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী শেরপুর থানা পুলিশকে নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন সফট ড্রিংকসের বোতলে রাখা মোট ১৫০ বোতল বাংলা মদ পাওয়া গেলে ওই দুজনকে আটক করা হয়। তবে অভিযানের সময় আটক হৃদয় বাশফোড়ের মা তিলকী রানী পালিয়ে যান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে দোষী সাব্যস্ত করে নয় মাসের কারাদণ্ড ও দশ হাজার টাকা, অনাদায়ে আরো পনেরো দিনের কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদি ও শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, মাদকের বিরুদ্ধে তাদের এ যৌথ এ অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ খবর