
রাজবাড়ীর কালুখালীতে ইউপি সদস্য বিএনপি নেতা ও প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাককে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজ্জাকের পরিবার।
শুক্রবার (৯ মে) বিকাল ৪টায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়নগর গ্রামে নিজ বাস ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মো. আব্দুর রাজ্জাক কালিকাপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ও ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সংবাদ সম্মেলনে মো. আব্দুর রাজ্জাকের স্ত্রী গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন বলেন, আমার স্বামী ২০০৯ সাল থেকে কালিকাপুর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ৫ আগস্টের পর থেকে। আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে আমাদেরকে অনেক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। এখনো হতে হচ্ছে।
গত ৪ মে রাত আড়াইটার দিকে আমার স্বামীকে বাসা থেকে কে বা কাহারা তুলে নিয়ে যায়। পরে জানতে পারি তাকে একটি মিথ্যা ও ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং রাজবাড়ী সদর থানায় রাখা হয়েছে। আমার স্বামীকে গ্রেপ্তারের পর থেকে সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছি। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ জানাচ্ছি এবং এই মামলা থেকে আমার স্বামীকে মুক্তির দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমার স্বামী একজন বিএনপিকর্মী। তাকে আওয়ামী লীগের লিফলেট বিতরণের মামলায় ফাঁসানো হয়েছে। সে রাজনৈতিক গ্রুপিং এর শিকার। স্থানীয় একটি কুচক্রী মহল আমার স্বামীর বেশ কিছু ছবি এডিট করে আওয়ামী লীগ সাজিয়ে বিভিন্ন ফেসবুক আইডির মাধ্যমে ছড়িয়ে আমাদের বিভ্রান্ত ও হয়রানি করার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গ্রেপ্তার প্যানেল চেয়ারম্যানের আব্দুর রাজ্জাকের বড় ভাই আব্দুল হাকিম ফকির, মেজো ভাই আবুল কাশেম ফকির, সেজো ভাই কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, তিন কন্যা, ১ পুত্রসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
সকলের দাবি অবিলম্বে বিএনপি নেতা আব্দুর রাজ্জাককে নি:শর্ত মুক্তি দিতে হবে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন রাজ্জাক দলের জন্য নিবেদিত প্রাণ তাকে গুরুপিং রাজনীতির বলি হতে হচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর