
নাটোরের সিংড়ায় মকছেদ হাজী (৬২) নামে একজন পুকুরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে অসাবধানতা বশত বিদ্যুতের লাইন বন্ধ না করেই সুইচের কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকছেদ উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে গ্রাম থেকে অনেকটা দুরে তার পুকুরে মোটর দিয়ে পানি দিতে যান।সেখানে আগে থেকেই পানি সেচের জন্য বৈদ্যুতিক মটরের সংযোগের বৈদ্যুতিক লাইনের বাঁশের খুঁটি ভেঙে ঝুলে ছিল সেখানে স্থাপন করা ছিল মোটরের সুইচ।
হঠাৎ ওই ঝুলে থাকা তার মকছেদের শরীরে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাটিতে পড়ে যায়। পরে তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায় পথিমধ্যে তার মৃত্যু হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর