
রাতের আকাশে সুন্দর এক দৃশ্যের সাক্ষী হলো বিশ্ব। গোলাপি রঙের চাঁদ দেখল সাধারণ মানুষ। প্রায় প্রতি বছর এপ্রিল মাসেই এই দুর্দান্ত মহাজাগতিক ঘটনা ঘটে। একে ‘পিঙ্ক মুন’ বলা হয়।
বুধবার (২৪ এপ্রিল) সূর্যাস্তের পর ধীরে ধীরে পূর্বাকাশে পিঙ্ক মুনের দেখা মিলে। প্রায় সারা দেশে মেঘ মুক্ত আকাশে অদ্ভত সুন্দর এই চাঁদের দেখা মিলেছে।
এপ্রিল মাসের প্রথম পূর্ণিমা আজ। এ চাঁদকে পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ বলা হয়ে থাকে। এ সময় রাতের আকাশে চাঁদের রঙ গোলাপি দেখা যায়। তাই মহাজাগতিক এই ঘটনাকে গোলাপি চাঁদ বা পূর্ণিমা বলা হয়।
এদিকে এই চাঁদ দেখার জন্য আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের প্রশাসনিক ভবনের ছাদে স্থাপন করা হয় শক্তিশালী টেলিস্কোপ। এসময় চাঁদ স্বাভাবিকের চেয়ে বেশি বড় ও উজ্জ্বল দেখা যায় বরে জানান দর্শনার্থীরা।
বিশেষ এ পূর্ণিমা মার্চ মাসে চন্দ্রগ্রহণের ঠিক এক মাস পরে ঘটে। এটি এমন একটি ঘটনা, যখন চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি আসে। যে কারণে এ সময় চাঁদের আকার বড় ও উজ্জ্বল দেখায়।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝ বরাবর অবস্থান করে, তখনই পূর্ণ চাঁদ দেখা যায়। পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অত্যন্ত সূক্ষ্ম ধূলিকণা এবং বিভিন্ন ধরনের গ্যাসের শক্তির কারণে অনেক সময় চাঁদের রঙের দৃশ্যমান পরিবর্তন দেখা যায়।
এ ছাড়া অন্যান্য ধোঁয়া দূষণও পৃথিবীতে আলো পৌঁছাতে বাধা সৃষ্টি করে। পৃথিবীতে আসা আলো তাদের নিজ নিজ তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী অনেক প্রকারে বিক্ষিপ্ত হয়ে যায়, যার মধ্যে নীল রঙকে সবচেয়ে দ্রুত বিক্ষিপ্ত হতে দেখা যায়। লাল রঙও বহু দূরে যায়।
তবে নাম গোলাপি হলেও এপ্রিলের পূর্ণ চাঁদের রং পুরোপুরি গোলাপি নয়। কোথাও কোথাও কমলা রংয়েরও দেখা যেতে পারে। এক পর্যায়ে চাঁদটি উজ্জ্বল সাদা রং ধারণ করবে।
সর্বশেষ খবর
বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর