
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে হাসেম মল্লিক ওরফে হাসেম আলি মল্লিক নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার (৩ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।
ভারতের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত হাসেম মল্লিক একজন কুখ্যাত অপরাধী। তার বিরুদ্ধে বাংলাদেশে খুন, অপহরণ ও জমি দখলের মতো গুরুতর অপরাধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং নিজের নাম-পরিচয় গোপন রেখে ভারতে আত্মগোপনে ছিলেন।
এসটিএফ সূত্রে জানা যায়, হাসেম মল্লিক ভুয়া ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ভারতে আত্মগোপন করেছিলেন— এমন খবরে নদীয়া জেলার স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও গ্রেপ্তারের সময় তার কাছে কোনো ভারতীয় নথি পাওয়া যায়নি, তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের পর ভারতে পালিয়ে আসেন এবং নিজেকে আড়াল করতে ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন।
ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, তদন্তে জানা গেছে হাসেম মল্লিক ইতিমধ্যেই একটি ভারতীয় আধার কার্ড সংগ্রহ করেছেন। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। তাদের প্রশ্ন— তিনি কীভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলেন? ভুয়া পরিচয়পত্র কোথা থেকে সংগ্রহ করলেন? এ দেশে তিনি একা এসেছেন নাকি আরও কেউ এর সঙ্গে জড়িত? এছাড়াও, ভারতে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হাসেম মল্লিকের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টসহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে এসটিএফ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।
সর্বশেষ খবর
প্রবাসে বাংলা এর সর্বশেষ খবর