
নীলফামারীতে চার্জার রিকশা চালককে গলা কেটে হত্যা করে রিকশাটি নিয়ে পালিয়েছে। নীলফামারীর সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই ময়দানের পার গ্রামের চার্জার রিকশাচালক তিন সন্তানের জনক সাপিনুর (৫৫) কে রবিবার রাত ১১টা৪৫ মিনিটে গলা কেটে হত্যা করে রিকশাটি নিয়ে পালিয়েছে।
নীলফামারী পৌর এলাকার কুখাপাড়া বোছাদ্দার (বউবাজার) ব্রিজের কাছে যাত্রী নিয়ে যাওয়ার পথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। চার্জার রিকশা যাত্রীরা এই ঘটনাটি ঘটিয়েছে এবং রিকশাটি নিয়ে পালিয়েছে।
গ্রামবাসী জানায়, ধারালো অস্ত্র দিয়ে রিকশা চালকের গলা কেটে দিলে রিকশা চালক মাটিতে লুটে পড়ে। যাত্রীরা রিকশাটি নিয়ে পালিয়ে যায়। মুমূর্ষু রিকশা চালক রাস্তার পার্শ্বে থাকা বাড়ির লোকজনকে ডাকে। পরে তাদের মাধ্যমে জেনারেল হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে দারোয়ানীর মোড় নামক স্থানে রিকশা চালক মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করেছে। রিকশাটি উদ্ধারে অভিযান চলছে।
সর্বশেষ খবর