কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঘন কুয়াশার কারণে বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ০৮:১৫ ঘটিকার সময় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের আন্ধারিঝাড় বাজারে এই দৃর্ঘটনাটি ঘটে। মৃত ফারুক আহমেদ উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হারুন অর রশিদ ওরফে আবদার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে জাহাঙ্গীর আলম অপু (৩০) নামের এক বন্ধু ফারুকের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বন্ধুকে নিয়ে মোটর সাইকেল যোগে পাথরডুবি থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে ভুরুঙ্গামারী- কুড়িগ্রাম সড়কের আন্ধারীঝাড় নামক বাজারে পৌছলে সকাল ০৮:১৫ ঘটিকার সময় ঢাকা হতে ভুরুঙ্গামারী গামী পাভেল এক্সপ্রেসের একটি নৈশ কোচ ( ঢাকা মেট্রো ব-১৫-৯৮৪৯) এর সাথে (কুড়িগ্রাম হ-১৩- ২৭০৩) মোটর সাইকেল চালকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের সামনের অংশ ও নৈশ কোচের সামনের একাংশ দুমড়ে মুচরে যায়।
পরে স্থানীয়রা গুরুত্বর জখম অবস্থায় দুইজনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফারুক আহম্মেদকে মৃত ঘোষণা করেন এবং ফারুকের বন্ধু জাহাঙ্গীর আলম অপু (৩০) এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দূর্ঘটনার শিকার বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর