
বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ. এম আমিন উদ্দিন বলেছেন, ‘এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি তলা বলা হতো, সেই ঝুড়িকে আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চ আসনে নিয়ে গেছেন।’
শনিবার (১৮ মে) সকাল ১০ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইবি কর্মকর্তা সমিতির আয়োজিত ‘গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠান-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এই বিশ^বিদ্যালয়ে আইন বিভাগের নাম ছিল কানুনে শরীয়াহ। এই নাম থাকায় ইবির শিক্ষার্থীরা বিজেএসে অংশ পারতো না। সেইসময়ে শাহাজাহান আলম সাজুর মতো কিছু মানুষের আন্দোলনের ফলে এখন সেই সুযোগ আপনারা পাচ্ছেন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি ভালো করতে দেখেছি। আমি মনে করি এটা শিক্ষকদেরই অবদান।’
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের উচিত শিক্ষার্থীদের সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া। যাতে তারা হাতে-কলমে আইন শিখতে পারে। আমেরিকাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর আইন বিভাগে হাতে-কলমে শিক্ষাদানের জন্য মুর্ট কোর্ট হয়। আপনাদের বিশ্ববিদ্যালয়ের এটা দেখছি না। এটা চালু করার অনুরোধ রইল। ’
অনুষ্ঠানে কর্মকর্তা সমিতির সভাপতি দেওয়ার টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। গেস্ট অব অনার হিসেবে ছিলেন সাবেক এমপি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব অধ্যক্ষ ড. শাহজাহান আলম সাজু। কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদকের ওয়ালিদ হাসান মুকুটের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাড. কে. এম মাসুদ রুমী ও এ্যাড. বি এম. আব্দুস রাফেল। সংবর্ধিত অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ মনজুরুল হক ও ট্রেজারার নুরুল হুদা আনছারী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিল।
এর আগে এদিন সকাল ১১ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর