
দ্বিতীয় মেয়াদে ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহিদ জিয়াউল রহমান হলের প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এবিএম জাকির হোসেন। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আগামী এক বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়েছেন। সোমবার (২০ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়েছে, গত ১৪ মে প্রভোস্ট হিসেবে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়। পরে ১৫ মে থেকে উপাচার্য পুনরায় তাকে দ্বিতীয় মেয়াদে এ পদে নিয়োগ দেন। এ দায়িত্ব পালনে তাকে নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা দেওয়া হবে।
অধ্যাপক ড. শেখ এবিএম জাকির হোসেন বলেন, আমাকে শহিদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে ২য় বার নিয়োগ দেওয়ায় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হলের সার্বিক পরিবেশ যেন সুষ্ঠু ও সুন্দর থাকে সে বিষয়ে পূর্বের ন্যায় নজর রাখবো। হলে ঠান্ডা পানির ব্যবস্থা, রিডিং রুমের পরিবেশ উন্নত করা এবং শতভাগ আবাসিকতা নিশ্চিত করবো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর