
ঢাকা মাওয়া মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাকিবুল ইসলাম রাকিব (২০) ও মৌসুমি আক্তার মুন্নি (১৮) নামের দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত রাকিব চাঁদপুরের কচুয়া থানাধীন নন্দনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পেশায় অটোরিকশা চালক রাকিব বর্তমানে পরিবারের সাথে রাজধানীর কোনাপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত। অপরদিকে নিহত মুন্নি নারায়ণগঞ্জের বন্দর থানাধীন দৌলত ভূঁইয়ার মেয়ে। সে নিহত রাকিবের বান্ধবী ছিল।
শুক্রবার (১৩ জুলাই ) দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ রকি টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের মামাতো ভাই রবিন জানান, রাকিব অটোরিকশা ড্রাইভার হলেও তার একটি ব্যক্তিগত মোটরসাইকেল ছিল। বন্ধুবান্ধব নিয়ে প্রায় রাতেই তারা ঘুরতে যেত। গতকাল রাত দেড়টার দিকে বাসা থেকে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে মাওয়া যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তার সাথে থাকা মেয়েটিকে আমরা চিনি না,তবে ধারণা করছি ওর কোন বান্ধবী হতে পারে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত সরজিত কুমার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সানলাইট ব্যাটারির একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক চালককে আটক ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহত রাকিবের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর