
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আলাউদ্দিন (৩৪) নামে এক মাদক কারবারিকে ১০ হাজার পিস ইয়াবা সহ আটক করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) সকালে উপজেলার হাকিমউদ্দিন লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলাউদ্দিন উপজেলার কালমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে মোঃ আজহার মীরের ছেলে।
পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এক সংবাদ সম্মেলনে ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর-রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি ঢাকা থেকে ছেড়ে আসা তাসরিফ-১৪ লঞ্চে থাকা এক যাত্রীর কাছে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে। এই কারণেই আগ থেকেই বোরহানউদ্দিন থানা পুলিশের ওসি মোঃ জাব্বারুল ইসলাম সহ একটি চৌকস টিম ওখানে ওৎ পেতে ছিল। এসময় লঞ্চ থেকে নেমে হাকিম উদ্দিন অটো স্ট্যান্ড থেকে অটোরিকশাযোগে আলাউদ্দিন আসার সময় পুলিশ তল্লাশি চালিয়ে প্রায় চল্লিশ লক্ষ টাকার (দশ হাজার পিস) ইয়াবা উদ্ধার করে।
এই আলাউদ্দীনের শ্যালক ইয়াবা সহ দুই মাস আগেও আটক করেছিল বোরহানউদ্দিন থানা পুলিশ। তারা শালা-দুলাভাই মিলে ইয়াবার কারবারি করে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো: জাব্বারুল ইসলাম জানান, এ যাবৎকালে বোরহানউদ্দিনে সবচেয়ে বড় মাদকের চালান এটি, আটককৃত আলাউদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় শিকার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর