
বুড়িগঙ্গায় কচুরিপানার সাথে ভাসমান অবস্থায় অজ্ঞাত কিশোরের (১২) লাশ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ। এ সময় মৃতের পরনে ছিল জিন্সের প্যান্ট ও প্রিন্টের হাফ হাতা গেঞ্জি। তবে লাশটি অর্ধগলিত হওয়ার আঘাতের কোনো চিহ্ন বোঝা যায়নি।
সোমবার (২৯ জুলাই ) সকাল ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় বাবুবাজার ব্রিজের নিচে মিটফোর্ড বটতলা ঘাটের পাশে বুড়িগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আক্তার মোর্শেদ জানান, নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে নদীতে গোসল করতে এসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে,তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর