
কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এরশাদ নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
হাইওয়ে কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান, আন্দোলনরতরা মিছিল নিয়ে দুপুরে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে ঢুকে প্রথমে নিচতলা ভাঙচুর করে এবং পরে দ্বিতীয় তলায় ভাঙচুর চালায়। একপর্যায়ে ফাঁড়িতে অগ্নিসংযোগ করে কনস্টেবল এরশাদকে টেনে হিচড়ে বাইরে নিয়ে আসে এবং পরে তাকে এলোপাথাড়ি পিটিয়ে হত্যা করে।
তিনি আরও জানান, খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল টিম সেখানে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিহত কনস্টেবল এরশাদের মরদেহ ফাঁড়িতে রয়েছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর