
চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন বাকলিয়া এক্সপ্রেস রোডের চন্দনপুরা অংশে প্রাইভেটকারে গুলি করে দুইজনকে হত্যা করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. হাসানকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৭ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালত শুনানি শেষে হাসানের রিমান্ড মঞ্জুর করেন।
মো. হাসান (৩৭) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদ নগর সুবাহান কন্ট্রাক্টর বাড়ির মো. আলমের ছেলে। তাকে ২ মে রাতে নোয়াখালী জেলার হাতিয়া থানার নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার বসতঘর থেকে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন উদ্ধার করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, হাসানের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল, তবে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ২৯ মার্চ রাত সোয়া ২টার দিকে বাকলিয়া এক্সেস রোড এলাকায় প্রাইভেট কারে গুলি করে মো. আব্দুল্লাহ ও মো. মানিক নামে দুজনকে হত্যা করা হয়। এ ঘটনায় সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সারোয়ার হোসেন বাবলার বিরোধের জের ধরে জোড়া খুনের ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, সারোয়ার হোসেন বাবলার গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন নিহত মানিক। সারোয়ারের ব্যক্তিগত কাজ করতেন নিহত আবদুল্লাহ। ঘটনার রাতে নতুন ব্রিজ এলাকায় আড্ডা দিচ্ছিলেন তারা, পরে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান মানিক ও আব্দুল্লাহ।
এ ঘটনায় মামলার তদন্ত চলমান রয়েছে এবং পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর