
সোমবার (৫ আগস্ট) সকাল সোয়া ১০টা থেকে এই এলাকায় আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন। তারপর ১০টা ৪০ মিনিটের দিকে শনিরআখড়া থেকে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। বিক্ষোভ নিয়ে যাত্রাবাড়ীর দিকে যেতে থাকলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়।
এসময় পুলিশ আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।
এ সংঘর্ষের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
সর্বশেষ খবর