
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (১১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সারজিস এই ধন্যবাদ জানান।
ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, "এত ঘটনার ভিড়ে আমরা অনেক সময় আমাদের পথপ্রদর্শক ও নিরলস সহযোদ্ধাকে ধন্যবাদ জানাতে ভুলে যাই।"
তিনি আরও লেখেন, "যখন রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন স্বার্থের সংঘাত দেখা দিচ্ছিল এবং মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছিল, তখন দক্ষিণাঞ্চলে হাসনাত আব্দুল্লাহ রাজপথে সক্রিয় থেকে দলের আদর্শিক অবস্থান ধরে রাখার আহ্বান জানিয়েছেন। তাঁর এই উদ্যোগের ফলেই দীর্ঘদিন পর আমাদের দল এবং সহযোগী সংগঠনগুলো আবারও ঐক্যবদ্ধভাবে মাঠে সক্রিয় হয়েছে।"
সারজিসের মতে, রাজপথে সক্রিয়তা বাড়িয়ে আবারও সংগঠনের শক্তি প্রমাণ করেছেন হাসনাত। তিনি বলেন, "আমরা সম্মিলিতভাবে গণতান্ত্রিক চেতনার পক্ষে লড়াই করে যাবো। হাসনাত আব্দুল্লাহ, আপনাকে সহযোদ্ধার শুভেচ্ছা।"
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দলটির নেতারা একাধিকবার রাজনৈতিক প্রতিহিংসা ও দমন-পীড়নের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সর্বশেষ খবর