
দেশব্যাপী অহিংসা প্রতিষ্ঠায় নরসিংদীর মাধবদীতে মিছিল ও শান্তি সমাবেশ করেছে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে নরসিংদীর মাধবদী এসপি ইন্সটিটিউট মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে মাধবদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠ গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় সংঙ্গীত পরিবেশন ও আনন্দ উদ্যাপন করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষক, ছাত্র-জনতাসহ সাধারণ মানুষ মিছিলে অংশ নেয়।
শান্তি সমাবেশে শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, শিক্ষার্থী-জনতার তাজা প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যাতে বিনষ্ট না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একটি কুচক্রী মহল এই স্বাধীনতা হরণ করতে সংখ্যালঘুদের বাড়ি-মন্দিরে হামলাসহ লুটপাটের চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে সতর্ক থাকারও আহ্বান জানায় তারা।
এ দিগে গত দুইদিন ধরে নরসিংদীর ভেলেনাগর জেলখানা মোড়সহ বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফিরাতে ট্র্যাফিক পুলিশিংসহ শহরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অপরদিকে যেকোনো নৈরাজ্য এড়াতে হিন্দুদের বাড়িঘর সহ উপাসনালয় রাত জেগে পাহারা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা- কর্মীরা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর