
শতশত শহীদের রক্তের বিনিময়ে স্বৈরশাসকের কবল থেকে দেশ ও জাতি মুক্তি পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া করে একই সঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং দেশের চলমান উদ্ভূত পরিস্থিতিতে কাহালু-নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড করে দলের সুনাম নষ্ট করা হলে জড়িতদের দল থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে বলে সতর্ক বার্তা দিলেন কাহালু-নন্দীগ্রামে আসনের সাবেক সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।
শনিবার (১০ আগস্ট ) সন্ধ্যায় কাহালু দলীয় কার্যালয়ে এ সতর্ক বার্তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ও পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী।
এ সময় তিনি, চলমান পরিস্থিতিতে নেতা-কর্মীদের প্রতি শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে নির্দেশনা রয়েছে এবং ‘যারা এই আন্দোলনের জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে তাদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা ও তরুণদেরকে জাতি বীর হিসেবে স্মরণ করেন।’
এছাড়াও তিনি, সহিংসতা ও অরাজকতা প্রতিরোধে দ্বিতীয় স্বাধীনতার পর প্রতিদিন থেকে হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন মন্দিরে যান, যেন কোন রকম হামলার শিকার না হয় সেদিকে নজর রাখছেন। সাধারণ জনগণকে বিএনপির কেউ যদি বিশৃঙ্খলা ও হুমকি দেয় সরাসরি তাকে জানানোর আহ্বান জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর