
শেরপুরের নালিতাবাড়ীতে থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি, মদ ও গাজাসহ ৫ জনকে আটক করেছে।
আটককৃতদের বৃহস্পতিবার (১ মে) দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার ৩টি এলাকা থেকে পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে উপজেলার কাকরকান্দি ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে ইজিবাইক ভর্তি ৫০০ কেজি (১০ বস্তা) ভারতীয় চিনি উদ্ধারসহ পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার বেতকুড়ি গ্রামের জালাল উদ্দীনের ছেলে রাজু মিয়াকে (২০) আটক করা হয়।
একই দিন রাত দশটার দিকে অভিযান চালিয়ে উপজেলার শিমুলতলা মহাখালী নামক এলাকায় অনুপ বিশ্বাসের কাঠের দোকানের সামনে নাকুগাঁও স্থলবন্দরের মহাসড়ক থেকে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এই ঘটনায় জড়িত রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের মনিন্দ্র মারাকের ছেলে নিবির সাংমা ওরফে টুনটুন (২৫) ও একই গ্রামের মৃত সমজ উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (২৭) এবং পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারের বাসিন্দা রাম শংকর কালোয়ারের ছেলে সুধাংশু কালোয়ারকে (৫৫) আটক করা হয়।
একই দিন অপর আরেকটি অভিযানে রাত পৌনে ১০টার দিকে নালিতাবাড়ী পৌরসভাধীন গাজীর খামার টেম্পু স্ট্যান্ড এলাকা থেকে ১৫০ গ্রাম গাজাসহ ওই এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে জসিম উদ্দিন ওরফে জুলফিকারকে (৪৮) আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে। তিনি জানান, মাদক বিরোধী পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর