
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচি শেষে শহীদ মিনার এলাকায় ছড়িয়ে ছিটেয়ে থাকা ময়লা নিজেরাই পরিষ্কার করে জবি ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল।
অবস্থান কর্মসূচি শেষে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা একাধিক দলে ভাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশে পরিষ্কারে বস্তা নিয়ে নেমে পড়েন। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা ঘুরে ঘুরে নিজ হাতে ময়লা আবর্জনা সংগ্রহ করেন। পরে সেগুলো বস্তা ও নির্দিষ্ট স্থানে ফেলেন। এসময় কয়েকজনকে ঝাড়ু দিতেও দেখা গেছে।
এবিষয়ে জবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি পরিশ্রম সুসংগঠিত সংগঠন। দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন, দেশকে সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন রাখতে হবে। তারই অংশ হিসেবে আজ কর্মসূচি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার কাজে সর্বাত্মক সহযোগিতা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ছাত্র-জনতার ওপর গুলি করে হত্যা মামলায় শেখ হাসিনার বিচারের দাবিতে আমরা কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করে। এরপর নিজেরা দায়িত্ব নিয়ে শহীদ মিনার এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি আমরা।
এসময় কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সভাপতি ইব্রাহিম কবির মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিনসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জানা গেছে, শহীদ মিনারের এই কর্মসূচিতে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজে, কবি নজরুল কলেজ, বাংলা কলেজে, ইডেন কলেজ, বদরুন্নেছা কলেজে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলসহ নানা ইউনিটের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর