
শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২৪ আগস্ট) রাত পৌনে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে যেকোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগের দাবি জানান তারা।
এসময় আওয়ামী লীগের এজেন্ট কাউকে ভিসি হিসেবে চাই না, বসন্তের কোকিলরা সাবধান ও শিক্ষার্থীবান্ধব ভিসি চাইসহ বিভিন্ন প্ল্যাকার্ড শিক্ষার্থীদের হাতে দেখা গেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যে-সব শিক্ষক শিক্ষার্থীদের পাশে ছিলেন, তাদের থেকে আমরা ভিসি দেখতে চাই। আমরা বিশ্ববিদ্যালয় থেকে কাউকে ভিসি হিসেবে নিয়োগের দাবি জানাচ্ছি।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকিব নসরুল্লাহকে বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টিকে গুজব বলছে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে এটির সত্যতা পাওয়া যায় নি। এছাড়া এ সংক্রান্ত কোনো চিঠিও হাতে পাননি বলে জানিয়েছেন ড. নকিব নসরুল্লাহ। তিনি বলেন, আমি কোনো চিঠি পাইনি। এ বিষয়ে কিছু জানিও না।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর