
বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের হওয়া ২টি হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৬ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ মুস্তাফিজ হাসান। এর আগে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের ভাটকান্দি এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শাহাদত আলম ঝুনু বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের ছিলেন। কয়েকদিন আগে তিনি ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান বলেন, ‘দুইটি হত্যা মামলায় শাহাদত আলম ঝুনুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর