
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৬০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে আগুনে পুড়ে যাওয়া কারখানার সামনে নিখোঁজ মানুষের স্বজনেরা ভিড় জমাতে থাকেন। তখন ফায়ার সার্ভিস নিখোঁজের তালিকা তৈরির উদ্যোগ নেয়। দুপুর পৌনে ৩টা পর্যন্ত ১৬০ জন নিখোঁজের তালিকা করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, গতকাল রোববার রাত ১০ টা ৩৫ মিনিটে গাজী টায়ার কারখানায় আগুন লাগে। টানা ১৮ ঘণ্টা ধরে জ্বলছে আগুন। নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট ।
স্থানীয়রা জানান, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট চলে। আগুন লাগার সময়ও লুট করতে গিয়ে বেশ কয়েকজন ভেতরে আটকা পড়েন। গত ১৮ ঘণ্টায় তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে ঢাকা ফায়ার সার্ভিসের পরিচালক প্রশিক্ষণ লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, গাজী টায়ার কারখানায় ৬ তলা ভবনে আগুনে আটকে পড়া ১৪ জনকে জীবিত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়াও আমরা নিখোঁজদের একটি খসড়া তালিকা করেছি। এ মুহূর্তে তা যাচাই-বাছাইয়ের কোনো সুযোগ নেই। স্বজনরা যারা দাবি করছেন তাদের নাম, ঠিকানা লিখে রাখছি। এখন পর্যন্ত এ তালিকা ১৬০ জনের নাম রয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর