
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে শহীদদের স্মরণে ছাত্র-জনতার শহীদী মার্চ পালিত হয়েছে শেরপুরে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর বৈষম্য বিরোধী আন্দোলনের আয়োজনে শেরপুর সরকারি কলেজ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় কলেজে এসে শেষ হয়।
মিছিলে বিভিন্ন স্লোগান দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা স্লোগানে বলেন 'শহীদের স্মরণে ভয় করিনা মরনে', 'শহীদদের রক্ত বৃথা যেতে দেব না', 'আমার ভাই কবরে খুনি কেন বাহিরে',।
এ সময় শহীদী মার্চে উপস্থিত ছিলেন শেরপুর শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, ডায়াবেটিকস হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়া, সমাজকর্মী তাহমিনা জলি, বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য মো: জিতু, তৌহিদুর রহমান তৌহিদ, সোহানুর রহমান সোহান ও মনি আক্তার প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর