
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর গ্রামের লক্ষ্মণের বাঁধ এলাকার গজারি বন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রাতে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় লাশ নিয়ে শিয়ালের টানাটানি করতে দেখেন একব্যক্তি। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেন তারা।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিডি২৪লাইভকে ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে রাত নয়টার দিকে সাগরদিঘী ইউনিয়নের কামালপুর গ্রামের গজারি বনের একটি জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়। শিয়ালে তার একটি পাসহ শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে। তবে তার কোন পরিচয় পাওয়া যায় নি। আনুমানিক বৃদ্ধ ব্যক্তির বয়স ৫০ বছর। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর