
দীর্ঘ ১৩ বছর লেমুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামির ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামির ইউনিট সভাপতি সম্মেলন স্থানীয় লেমুয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১২ সালের দিকে একটি ইফতার মাহফিলের আয়োজন করেছিল জামায়াত। উক্ত প্রোগ্রামের পর দলীয়ভাবে আ'লীগ জামায়াতের উপর স্টিম রোলার চালানোর কারণে আজ দাঁড়াতে পারেনি। দীর্ঘদিন পর প্রকাশ্য প্রোগ্রামে এক সাজ সাজ রব বিরাজ করে দলীয় নেতাকর্মীদের মাঝে।
ইউনিয়ন সভাপতি মুন্সী কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় মজলিসে শূরার সম্মানিত সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ সমাজ সেবক জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য জনাব অধ্যাপক আবু ইউসুফ,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আব্দুর রহিম,উপজেলা জামায়াতের আমির জনাব মাওলানা নাদেরুজ্জামান, সাবেক ছাত্রনেতা সুলতান মাহমুদ টিপু, ইসলামি ছাত্রশিবিরের ফেনী শহর শাখার প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান, অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ ইয়াকুব।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া জানান "ছাত্র জনতার এক অভূতপূর্ব বিজয়ের মাধ্যমে আমরা বর্তমান স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আমরা প্রত্যেকটি জামায়াতের কর্মী জনসাধারণের মাঝে কাজের মাধ্যমে দেশ ও সমাজের জন্য কল্যাণ কামী হতে হবে। আমাদের কাজের মাধ্যমে মানুষ যেন তাদের প্রকৃত দল খুঁজে পায়। "
শাকিল/সাএ
সর্বশেষ খবর