
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় মুসল্লীরা।
এসব বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বলেন, ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী ফাঁসি চাই আমরা। প্রিয় নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। এসময় তারা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ভারতের বিরুদ্ধে দ্রুত রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে।
এসময় তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। তারা নির্বাচনের রাজনীতিতে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর