
নড়াইলের কালিয়া থানাধীন বিলদড়িয়া উওর গ্রামে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ওয়ানশুটার গানসহ মো.হোসেন সরদার (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র্যাব)। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে গ্রেফতার ওই যুবককে কালিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব।
এর আগে সোমবার (৭ অক্টোবর) রাতে কালিয়া উপজেলার বিলদড়িয়া উত্তর গ্রাম রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো.হোসেন সরদার উপজেলার চন্ডিনগর গ্রামের ৩নং ওয়ার্ডের মো.দুলু সরদারের ছেলে।
র্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ৭ অক্টোবর সোমবার র্যাব-৬ স্পেশাল কোম্পানির একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, নড়াইল জেলার কালিয়া থানাধীন বিলদড়িয়া উত্তর গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্রসহ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযানিক দলটি সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বিলদড়িয়া উত্তর গ্রাম রাস্তার উপর অভিযান চালিয়ে হোসেন সরদারকে আটক করে। এসময় আসামির স্বীকারোক্তি মোতাবেক ১টি দেশীয় তৈরি ওয়ানশুটার গান উদ্ধার পূর্বক জব্দ করে র্যাব সদস্যরা। জব্দকৃত আলামতসহ তাকে কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর