
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় বাকপ্রতিবন্ধী (৩২) বছর বয়সী বিধবা নারী মো. কাশেম (৩৫) নামের এক যুবকের ধর্ষণের শিকার হয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এই ঘটনায় মঙ্গলবার প্রতিবন্ধী বিধবা নারীর মা বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর অভিযুক্ত যুবক কাশেম পলাতক রয়েছে। অভিযুক্ত কাশেম উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা ফরাজির ছেলে।
ভিকটিমের মা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মেয়েকে ৫ বছর পূর্বে বিয়ে দেয়। মেয়ে বাক প্রতিবন্ধী হওয়ায় তার স্বামী তালাক দিয়ে চলে যায়। তারপর থেকে বাক প্রতিবন্ধী মেয়ে মায়ের কাছে থাকে। ভিকটিমের প্রতিবেশী মোস্তফা ফরাজির ছেলে কাশেম চলতি বছরের ১০ মে রাত ১১ টার দিকে ভিকটিমের বাড়িতে কেউ না থাকার সুযোগে তার বড় ভাইর ঘরে প্রবেশ করে ভিকটিমের মুখে গামছা পেঁচিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে ভিকটিমের গলা চেপে ধরে এ বিষয়ে কাউকে কিছু বললে খুন করার হুমকি দিয়ে চলে যায় অভিযুক্ত কাশেম। ভিকটিম মৃত্যুর ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। গত এক সপ্তাহ আগে মেয়ে শারীরিক অসুস্থ হওয়ায় ডাক্তারের কাছে নিয়ে যায় মা। ডাক্তার তার শারীরিক অবস্থা দেখে আল্ট্রাসনোগ্রাফি করে। রিপোর্ট দেখে ডাক্তার জানান মেয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা। এরপর মেয়ের সাথে আকার ইঙ্গিতে কথা হলে সে বর্ণনায় জানায় পার্শ্ববর্তী কাশেম এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি অভিযুক্ত কাশেমের পরিবারকে জানালে কোনো প্রতিকার পাইনি। পরে ভিকটিমের মা বাদী হয়ে মঙ্গলবার দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত কাশেমের বাড়িতে গেলে তাকে না পেয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক বার কল করেও তাকে পাওয়া যায়নি।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো. এরশাদুল হক ভুঁইয়া জানান, ভিকটিমের মা বাদী হয়ে মামলার দায়ের করার পর পুলিশ পাঠানো হয়েছে অভিযুক্ত কাশেম পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর