
পরিবারের অগোচরে বাড়ির সামনের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১২ অক্টোবর) উপজেলার ওমর ইউনিয়নে এই ঘটনা ঘটে। তারা দু'জন প্রতিবেশী।
নিহত শিশুরা হলেন, উপজেলার ওমর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফের ছেলে জুবায়েদ (৪) ও সুমনের ছেলে আরিয়ান (৫)।
নিহত শিশুদের পরিবারের সদস্যরা জানান, শিশু জুবায়েদ ও আরিয়ানের পরিবারের সদস্য দুপুরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের অগোচরে দু'জন বাড়ির সামনে থাকা পুকুরের পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তাদের পরিবারের লোকজন পুকুর থেকে উদ্ধার করে চরফ্যাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান হাওলাদার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর