
নওগাঁর ধামইরহাটে পৌর বিএনপির সকল ওয়ার্ডের কমিটি বাতিল করে দলের ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিট গঠনের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির আহ্বায়ক সদস্য মো. সহিদুর রহমান সরকার।
এসময় তিনি জানান- দলের দুঃসময়ে যারা পাশে ছিল তাদের কে নিয়ে নতুন কমিটি গঠন করা হবে। তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে নিজ বাড়িতে বসে মনগড় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। যারা কোনোদিন দলের সঙ্গে জড়িত না পাশাপাশি আওয়ামী লীগের মদদপুষ্ট লোকদের আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে কমিটির ৫১জন সদস্য বাড়িয়ে নিজেদের স্বার্থে ৭১জন সদস্য করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসময় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ, ৭নং ওয়ার্ডের সভাপতি মো. ইসা, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির নেতা মো. হানজালা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, যুবনেতা জাহাঙ্গীর আলম লিটন, পৌর যুবদলের সাবেক সভাপতি মো. আনারুল ইসলাম, পৌর বিএনপি নেতা মাহবুবুল আলম, জিয়া সাইবার ফোর্স এর আহ্বায়ক শাহিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর