
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ভোলার মেঘনা ও তেুতুলিয়া নদী থেকে ২৪ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। জব্দ করা হয়েছে ৪০ কেজি ইলিশ, ৪টি নৌকা ২টি স্পিডবোট ও প্রায় ২৭ হাজার মিটার জাল। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সদর উপজেলার ইলিশার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২টি স্পিডবোটসহ ২ জেলেকে আটক করে মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলারক্ষা বাহিনী। একই সময়ে মেঘনা নদীর তুলাতুলী, ও ভোলার খাল থেকে আটক করা হয় আরও ৯ জেলেকে। এছাড়াও তেতুলিয়া নদী থেকে আটক করা হয় ১৩ জেলেকে। এদের ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে আইনশৃঙ্খলা বাহিনী । এছাড়াও মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।
ভোলা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান বলেন, মা ইলিশের সুস্থ প্রজনন নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভোলার মেঘনা তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা জুড়ে কঠোর অবস্থানে রয়েছে মৎস্য বিভাগ, কোস্ট গার্ড, নৌ পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী।
শাকিল/সাএ
সর্বশেষ খবর