
গাজীপুরের কালীগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরিফিনের সাথে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম ইমাম রাজী টুলু।
প্রধান অতিথির বক্তব্যে নাফিসা আরেফিন বলেন, কালীগঞ্জে বিদ্যমান সকল সমস্যার কার্যকর সমাধানে যা যা করা প্রয়োজন তার সবকিছুই করা হবে। এ ব্যাপারে কোন দল বা মতের সুপারিশ গ্রহণ করা হবে না। সরকারী অফিস সাধারণ মানুষের জন্য এই বিষয়টি মাথায় রেখে কর্মকর্তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতেও তিনি পরামর্শ দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর